বিরোধীদের ‘ইন্ডিয়া’ কিংবা বিজেপির এনডিএ – কোনদিকেই যাবেন না তিনি। আগামী লোকসভা ভোটে একাই লড়বেন বলে জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী। কারণ দু’পক্ষই ‘দলিত বিরোধী’, এই যুক্তি দেখিয়ে বুধবার মায়াবতী বলেন, ‘‘আগামী লোকসভা ভোটে আমরা একার জোরেই লড়ব। তবে স্থানীয় কিছু দলের সঙ্গে বিএসপির সমঝোতা হতে পারে।’’
বেঙ্গালুরুতে আয়োজিত দুই দিনের বিরোধী বৈঠকে বিজেপিকে রুখতে নতুন বিরোধী জোট— ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) গঠিত হয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর অভিযোগ, ওই জোট ‘দলিত বিরোধী’। তিনি বলেন, ‘‘কংগ্রেস বর্ণের বিচার করে এবং পুঁজিবাদী দল। তাঁদের নেতারাও কেউ দলিতদের পক্ষে নন। কংগ্রেস যদি বিআর অম্বেডকরের আদর্শ অনুসরণ করত, তা হলে বিএসপিরই প্রয়োজন হত না। এনডিএ-ও দলিত বিরোধী।’’ এই পরিস্থিতিতে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলেঙ্গানার বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতা নয় বলে জানিয়ে দেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



