• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যোগীরাজ্যে পুড়ে ছাই পুজোমণ্ডপ, ৩ শিশু সহ মৃত ৫, আহত প্রায় ৭০ জন

লখনউ, ৩ অক্টোবর– আরতির সময় হ্যালোজেন আলো থেকে আগুন লেগে যায় পুজো মণ্ডপে। সেই আগুনে  পুড়ে মৃত্যু হল তিন শিশুসহ অন্তত ৫ জনের। আহত হয়েছেন প্রায় ৭০ জন দর্শনার্থী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহিতে একটি পুজো প্যান্ডেলে। সপ্তমীর দিন রাত ন’টা নাগাদ আরতি করা হচ্ছিল ওই মণ্ডপে। সেই সময় প্যান্ডেলে লাগানো একটি হ্যালোজেন আলো অতিরিক্ত গরম

লখনউ, ৩ অক্টোবর– আরতির সময় হ্যালোজেন আলো থেকে আগুন লেগে যায় পুজো মণ্ডপে। সেই আগুনে  পুড়ে মৃত্যু হল তিন শিশুসহ অন্তত ৫ জনের। আহত হয়েছেন প্রায় ৭০ জন দর্শনার্থী।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহিতে একটি পুজো প্যান্ডেলে। সপ্তমীর দিন রাত ন’টা নাগাদ আরতি করা হচ্ছিল ওই মণ্ডপে। সেই সময় প্যান্ডেলে লাগানো একটি হ্যালোজেন আলো অতিরিক্ত গরম হয়ে উঠেছিল। তা থেকেই আগুন লেগে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বাঁশ-কাঠের কাঠামো এবং কাপড় দিয়ে তৈরি প্যান্ডেলে।

ঘটনার সময় মণ্ডপে অন্তত ১৫০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৫ বছর বয়সি এক মহিলা এবং ১০ বছর বয়সি এক নাবালকের। আহত হন প্রায় ৭০ জন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আরো দুই শিশু এবং এক মহিলার।

Advertisement

এই ঘটনায় ওউরাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement