দিল্লি, ৮ মে – এবার জাপানের মার্শাল আর্ট-এ নিজের যোগ্যতা প্রমান করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। জুজুৎসুর প্যাঁচে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন তিনি। সম্প্রতি জাপানি মার্শাল আর্টের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জাকারবার্গ। সেখানে জুজুৎসু প্রতিযোগীদের হারিয়ে তিনি জিতে নিয়েছেন সোনার পদক এবং রুপোর পদকও। জুজুৎসুর সেই প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা। জানিয়েছেন, এই প্রথম জুজুৎসু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তিনি। আর তাঁর গেরিলা জুজুৎসু দলের হয়ে বেশ কয়েকটি পদকও জিতেছেন। ইনস্টাগ্রামে সোনা এবং রুপোর পদকের ইমোজি দিয়ে যা জাকারবার্গ লিখেছেন, ‘‘আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডেভ ক্যামেরিলো, জেমস টেরি এবং খাইকে ধন্যবাদ ।’’ এই তিন জনই মার্শাল আর্টিস্ট। এঁদের মধ্যে খাইয়ের ইনস্টাগ্রামে জাকারবার্গের জুজুৎসু প্রশিক্ষণের বেশ কিছু ভিডিয়োও রয়েছে। সেগুলি সম্প্রতি পোস্ট করা হয়েছে ।
Advertisement
Advertisement



