• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেনার দায়ে বিষ দিয়ে স্ত্রী-সন্তানকে খুন, আত্মহত্যার চেষ্টা  যুবকের 

জয়পুর, ২৮ আগস্ট-– অভাবের দায়ে গোটা পরিবারকে শেষ করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক যুবক।  রবিবার এই ঘটনাটি রাজস্থানের জয়পুরের প্রতাপনগর এলাকায় ঘটেছে। সংসারের খরচ চালাতে টাকা ধার করেছিলেন প্রচুর। কিন্তু ধার করা টাকা সময় মতো শোধ দিতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন বছর ত্রিশের যুবক মনোজ শর্মা। উপায় না দেখে হালুয়ার মধ্যে

জয়পুর, ২৮ আগস্ট-– অভাবের দায়ে গোটা পরিবারকে শেষ করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক যুবক।  রবিবার এই ঘটনাটি রাজস্থানের জয়পুরের প্রতাপনগর এলাকায় ঘটেছে। সংসারের খরচ চালাতে টাকা ধার করেছিলেন প্রচুর। কিন্তু ধার করা টাকা সময় মতো শোধ দিতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন বছর ত্রিশের যুবক মনোজ শর্মা। উপায় না দেখে হালুয়ার মধ্যে বিষ মিশিয়ে স্ত্রী এবং দুই সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেন তিনি। তার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্রে খবর, মনোজের স্ত্রী সাক্ষী শর্মা (২৮) এবং তাঁর পাঁচ বছর বয়সি পুত্র বিষক্রিয়ায় মৃত। মনোজ এবং তাঁর কন্যা আপাতত হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement