ময়না, ৮ এপ্রিল – পূর্ব মেদিনীপুরের ময়নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার কয়েক ঘণ্টা আগে আবার উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। দলীয় পতাকা ঝোলানো নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার দুপুরে ইজমালিচক ফুটবল মাঠে সভা করতে শুভেন্দু আসার আগেই শুরু হয়ে যায় অশান্তি । বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় দলের পতাকা টাঙাতে গেলে তৃণমূল তাদের বাধা দেয়। বিজেপির পতাকা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেয় বিজেপি। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ঝামেলার সূত্রপাত। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



