ইম্ফল , ১৪ অক্টোবর – মণিপুরে অপহৃত দুই পড়ুয়া খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের পুণে থেকে। গ্রেফতার করল সিবিআই। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই উধাও হয়ে যান । তাঁর গতিবিধির উপর নজর রেখেছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অবশেষে অভিযুক্ত যুবককে পুণে থেকে গ্রেফতার করা হয়। গত ১১ অক্টোবর অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। গুয়াহাটির নিম্ন আদালতে পেশ করা হলে বিচারক ওই যুবককে ১৬ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
হিংসায় বিধ্বস্ত মণিপুরে গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন দুই পড়ুয়া। দুই পড়ুয়ার অপহরণ এবং ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তোলপাড় হয় উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং দাবি করেন , তাঁদের খুন করা হয়নি। ইম্ফলে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এখনও পর্যন্ত অভিযোগমাফিক , ওই দুই পড়ুয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লিখিত রয়েছে। খুন করা হয়েছে, এমন কোনও অভিযোগ সেখানে নেই। সুতরাং যতক্ষণ না ওই দুই পড়ুয়ার দেহ উদ্ধার হচ্ছে, তাঁরা খুন হয়েছেন, এ কথা বলা যাবে না।”
Advertisement
Advertisement
Advertisement



