• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

খেলো ইন্ডিয়া’র আসর মাতিয়ে সাতটি পদক জিতে নজির গড়লেন মাধবন পুত্র

মুম্বাই ,১২ ফেব্রুয়ারি — বাবা ফিল্ম জগতের পরিচিত মুখ। এক ডাকেই সবাই চেনে এই দক্ষ অভিনেতা আর মাধবন ওরফে ম্যাডি কে। সম্ভবত দেখা যায় অভিনেতার সন্তানরা তার বাবা বা মায়ের মতো অভিনয়ের পথ বেঁচে নেয় এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু মাধবন ছেলে বেদান্তের ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন। বাবার পথে না হেঁটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সাঁতারু

মুম্বাই ,১২ ফেব্রুয়ারি — বাবা ফিল্ম জগতের পরিচিত মুখ। এক ডাকেই সবাই চেনে এই দক্ষ অভিনেতা আর মাধবন ওরফে ম্যাডি কে। সম্ভবত দেখা যায় অভিনেতার সন্তানরা তার বাবা বা মায়ের মতো অভিনয়ের পথ বেঁচে নেয় এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু মাধবন ছেলে বেদান্তের ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন। বাবার পথে না হেঁটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সাঁতারু হিসাবে। রুপোলি জগৎ যে তাঁর জায়গা নয়, তা বুঝিয়ে দিয়েছেন আগেই। আর এবার নিজের জায়গাতেই নিজের জাত চেনাচ্ছেন বেদান্ত মাধবন । অভিনেতা আর মাধবনের  ছেলে।

কাশ্মীরের গুলমার্গে খেলাে ইন্ডিয়ার উইন্টার গেমসে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় মোট সাতটি পদক জিতেছেন বেদান্ত। এর মধ্যে ৫টি সোনা এবং ২টি রুপো। ছেলের সাফল্যে বেজায় খুশি আর মাধবন নিজেও। ছেলে বেদান্তকে নিজের জীবনে এগিয়ে যেতে তাঁর ভূমিকাও কম নয়। ছেলে যা চেয়েছেন, বাবা হিসাবে বরাবর সেটাই সমর্থন করেছেন অভিনেতা। আর তাই আজ তাঁর খুশি দ্বিগুণ! বেদান্ত পদক জয়ের ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

Advertisement

Advertisement

Advertisement