• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

লিভ ইন পার্টনার ও ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের, ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর

অমরাবতী, ৭ আগস্ট– বেড়াতে নিয়ে গিয়ে সেলফি তোলার অজুহাতে দুই সন্তান-সহ লিভ ইন পার্টনারকে নদীতে ঠেলে ফেলল যুবক। উপস্থিত বুদ্ধির জেরে মহিলার ১৩ বছরের মেয়েটি প্রাণে বাঁচলেও এখনো উদ্ধার করা যায়নি শিশু সন্তান সহ মহিলাকে। তবে ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রবিবার কাকভোরের। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা পুপালা সুহাসিনী (৩৬) -এর সঙ্গে লিভ

অমরাবতী, ৭ আগস্ট– বেড়াতে নিয়ে গিয়ে সেলফি তোলার অজুহাতে দুই সন্তান-সহ লিভ ইন পার্টনারকে নদীতে ঠেলে ফেলল যুবক। উপস্থিত বুদ্ধির জেরে মহিলার ১৩ বছরের মেয়েটি প্রাণে বাঁচলেও এখনো উদ্ধার করা যায়নি শিশু সন্তান সহ মহিলাকে। তবে ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি রবিবার কাকভোরের। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা পুপালা সুহাসিনী (৩৬) -এর সঙ্গে লিভ ইন করতেন উলাভা সুরেশ। পুপালাদেবীর দুই সন্তান-কিরথানা (১৩) এবং জার্সি (১)। রবিবার কাকভোরে তাঁদের নিয়েই বেড়াতে বের হন সুরেশ। গোদাবরী নদীর উপর একটি সেতুতে গাড়ি থামিয়ে সেলফি তোলার প্রস্তাব দেন। মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে সেতুতে নামতেই সুরেশ পিছন থেকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে পুপালাদেবী ও জার্সি গোদাবরী নদীতে পরে যান। তবে কিরথানা সেতুর পাশে থাকা প্লাস্টিকের পাইপ ধরে ঝুলে পড়ে।

শুধু তাই নয়, ওই অবস্থাতেই পকেট থেকে নিজের মোবাইল বের করে ১০০ নম্বর ডায়াল করে সে। পুলিশকে পুরো ঘটনা জানায়। সঙ্গে সঙ্গে তারা এসে কিরথানাকে উদ্ধার করে। তবে তার মা ও বোনের হদিশ মেলেনি।