অনুব্রত তদন্ত মামলায় শীর্ষে এখন লটারি স্ক্যাম , তদন্ত শুরু সিবিআইয়ের

Written by SNS November 2, 2022 3:18 pm

বীরভূম,২ নভেম্বর — লটারি যেমন বহু মানুষের ভাগ্য বদলায় ,তেমনই কিছু কিছু মানুষের জীবনে এই লটারি নিয়ে আসে চরম বিপর্যয়।ঠিক যেমন অনুব্রত মণ্ডল লটারিতে টাকা জিতলেও রাতের ঘুম ওড়ার অবকাশ তাঁর ।জানা যায় অনুব্রত ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে।জেতার  সাড়ে ন’মাস পর অনুব্রতর সেই লটারি জেতা নিয়ে তদন্ত শুরু করল সিবিআই ।

লটারি নিয়ে অনুব্রত মন্ডল কোনো স্ক্যামে জড়িত কিনা সেই তদন্তে জোর কদমে শুরু করেছে সিবিআই। বোলপুরে গাঙ্গুলি লটারি নামের একটি দোকান রয়েছে।সেখান থেকে ওই টিকিট কাটা হয়েছিল।ওই লটারি এজেন্টকে মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে জেরা করছে সিবিআই। সূত্রের খবর, জানতে চাওয়া হচ্ছে, অনুব্রত নিজে গিয়ে সেই টিকিট কিনেছিলেন নাকি কারও মারফতে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই লটারি নিয়ে সরব হয়েছিলেন বহুদিন আগেই। সম্প্রতি জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিরা গুপ্তও ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছেন।তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছিলেন, “আমি অনেকদিন ধরেই বলছি এই ডিয়ার লটারি আসলে হচ্ছে ভাইপো লটারি। টাকা তছরুপের একটা বন্দোবস্ত।” বিরোধী দলনেতা এও লিখেছিলেন, “টিকিট কাটছে সাধারণ মানুষ আর বাম্পার প্রাইজ জিতছে তৃণমূলের লোকজন।ধারাবাহিকভাবে যখন লটারি জেতায় প্রভাবশালীদের আত্মীয়স্বজনের নাম দেখা যাচ্ছে তখন সিবিআই হয়তো গভীরে গিয়ে দেখতে চাইছে, এটা কি কাকতালীয় নাকি আসলেই লটারিতেও দেদার দুর্নীতি চলছে।