দেশব্যাপী কমন এন্ট্রান্স টেস্ট চেয়ে চিঠি ইউজিসি’র

Written by SNS February 18, 2023 5:38 pm

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি– দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তিতে দেশব্যাপী কমন এন্টান্স টেস্ট ব্যবস্থা চালু করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতিষ্ঠানের সচিব মণীশ যোশী দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাদের এই প্রস্তাবের কথা জানিয়ে চিঠি দিয়েছেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গত শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু রাজ্য সরকার এবং বেসরকারি সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা এখনও চালু করা যায়নি। পশ্চিমবঙ্গ-সহ একাধিক অবিজেপি শাসিত সরকার এবং শিক্ষামহলেরও অনেকেই ইউজিসি-র এই প্রস্তাবের সঙ্গে সহমত নয়।

ইউজিসি গঠিত একটি কমিটি ২০২১ সালে গোটা দেশে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তির সুপারিশ করেছিল। তারা সুপারিশ করেছিল, এন্টান্স টেস্ট এবং স্কুল স্তরের চূড়ান্ত পরীক্ষায় নম্বরের ৫০:৫০ অনুপাতের ভিত্তিতে তৈরি হবে ভর্তির প্যানেল। ইউজিসি এবং কেন্দ্রীয় সরকারের যুক্তি কমন এন্ট্রান্স টেস্ট হলে ছেলেমেয়েদের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রয়োজন হবে না।