• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাই ছেলেকে সমস্ত সপে দিলেন ললিত

মুম্বাই, ১৬ জানুয়ারি– অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ললিত মোদি । হাসপাতাল সূত্রে খবর, অবস্থা ভালো নয়। করোনা আক্রান্ত হওয়ার পরেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। ২৪ ঘণ্টাই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ললিতকে। চিকিৎসকেরা যখন তাঁকে বাঁচানোর জন্য লড়াই করছেন, তখন বেড়ে শুয়েই নিজের সাম্রাজ্যের আগামী সম্রাট ঠিক করে ফেললেন প্রাক্তন আইপিএলের চেয়ারম্যান। তাঁর সম্পত্তির

মুম্বাই, ১৬ জানুয়ারি– অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ললিত মোদি । হাসপাতাল সূত্রে খবর, অবস্থা ভালো নয়। করোনা আক্রান্ত হওয়ার পরেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। ২৪ ঘণ্টাই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ললিতকে। চিকিৎসকেরা যখন তাঁকে বাঁচানোর জন্য লড়াই করছেন, তখন বেড়ে শুয়েই নিজের সাম্রাজ্যের আগামী সম্রাট ঠিক করে ফেললেন প্রাক্তন আইপিএলের চেয়ারম্যান। তাঁর সম্পত্তির মালিক কে হবেন তা জানিয়ে দিলেন ললিত।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ললিত লেখেন, কে কে মোদী ফ্যামিলি ট্রাস্টের তাঁর সম্পত্তির মালিক হবে পুত্র রুচির মোদি। নিজের করা টুইটে তিনি জানিয়েছেন, ‘এটাই অবসর নেওয়ার সঠিক সময়। পরবর্তী প্রজন্মকে এগিয়ে যেতে দিতে হবে।’ তিনি এও জানান, পরিবার ও মেয়ে আলিয়ার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ললিত।

Advertisement

তবে এই সম্পত্তি নিয়ে এমনিতেই বিরোধ চলছে। ললিতের মা ও বোনের সঙ্গে আইনি লড়াই চলছে তাঁর। তার মাঝেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের কথায়, নিজের ভাগের সম্পত্তি সময় থাকতেই লিখে দিলেন ছেলের নামে।

Advertisement

Advertisement