মমতার লেখায় ‘কলকাতা’ মাতাবেন অরিজিৎ, যোগ দিচ্ছেন ভাইজানও

Written by Sunita Das November 30, 2023 6:11 pm

কলকাতা: নির্ঘণ্ট ঘোষণা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের৷ শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷ কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবেন সবুজ পতাকা৷ বলিউড-টলিউড মিলিয়ে একঝাঁক তারকার উপস্থিতিতে ঝলমল করবে উদ্বোধনের আসর৷
এই উৎসবে এবার বিশেষ আকর্ষণ ভাইজান সলমন খান৷ সঙ্গে অরিজিতের গান৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় উৎসবে থিম সং গেয়েছেন তিনি৷ এবারই প্রথম উৎসবের জন্য নতুন করে থিম সং করা হয়েছে৷ তবে অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের আসার কথা থাকলেও তাঁরা আসতে পারছেন না বলেই খবর৷ তবে তাদের রিক্ত আসন পূরণ করতে আসছেন জয়া বচ্চন, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা প্রমুখ৷ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি৷
উৎসবের উদ্বোধনী ছবি ‘দেয়া নেয়া’৷ আয়োজক তরফে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৩৯টি দেশের ২১৯টি ছবি ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে৷ এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য ১ হাজার ৫৯০টি আবেদন জমা পড়েছিল৷ এবার এই উৎসবে বিদেশি চলচ্চিত্র নির্মাতা ছাড়া শতবর্ষের শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেবানন্দ, মুকেশ এবং শৈলেন্দ্রকে৷ এবার বাংলাদেশ থেকে আসছে জেলেদের জীবনযুদ্ধ নিয়ে তৈরি ছবি সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’৷
এই প্রথম উৎসবে ‘বেঙ্গলি প্যানোরোমা’ বিভাগে দেওয়া হবে সাত লক্ষ টাকা মূল্যের পুরস্কার৷ এ ছাড়া রয়েছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি৷ উৎসব কমিটির সদস্য অভিনেতা চিরঞ্জিৎ বলেন, ‘অনেক আগেই উদ্যোগী হওয়া উচিত ছিল৷ তবে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়েছে, এটা ভেবেই খুশি৷’এ বছর উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ স্পেন৷ ‘স্পেশাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া৷
এবার বাংলাদেশ থেকে আসছে জেলেদের জীবনযুদ্ধ নিয়ে তৈরি ছবি সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’৷ ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের৷ উৎসবে থাকছে ‘ইন সার্চ অব আইডেনটিটি’ এবং পরিবেশবিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ৷ মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শনশালায় দেব আনন্দকে নিয়ে ‘এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র৷ উৎসবে তাঁর ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷