• facebook
  • twitter
Saturday, 2 August, 2025

ডেঙ্গু রোধে মণ্ডপে-মণ্ডপে দর্শকদের জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর — পুজোর মরশুমে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৃত্যুর ঘটনাও ঘটছে। তাই ডেঙ্গু ঠেকাতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা। প্রতিটা মণ্ডপে লেখা থাকবে, ‘মশারি টাঙান।’ শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রতিটা মণ্ডপে সচেতনতামূলক প্রচারকার্য করবেন আয়োজকরা। ডেঙ্গু সচেতনতা প্রচারে হোর্ডিং টাঙাতে হবে উদ্যোক্তাদের। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ‌্যা ১৫২৫। ফিরহাদ

কলকাতা, ২৫ সেপ্টেম্বর — পুজোর মরশুমে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৃত্যুর ঘটনাও ঘটছে। তাই ডেঙ্গু ঠেকাতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা। প্রতিটা মণ্ডপে লেখা থাকবে, ‘মশারি টাঙান।’

শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রতিটা মণ্ডপে সচেতনতামূলক প্রচারকার্য করবেন আয়োজকরা। ডেঙ্গু সচেতনতা প্রচারে হোর্ডিং টাঙাতে হবে উদ্যোক্তাদের। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ‌্যা ১৫২৫। ফিরহাদ জানান, পুজোর দিনগুলিতে নিয়মিত সকালে মশা মারার তেল স্প্রে করা হবে। শহরজুড়ে প্রায় ১৭০০ হোর্ডিং টাঙিয়েছে পুরসভা।

রাজ‌্য স্বাস্থ‌্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, একাধিক পুজোমণ্ডপে মুফতে ডেঙ্গুর টেস্টের ব‌্যবস্থা থাকছে। ক্লিনিকাল ট্রায়াল বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার জানিয়েছেন, ম‌্যাডক্স স্কোয়‌্যার, যোধপুর পার্ক এবং পূর্বালোক সংহতি পার্কে থাকবে ডেঙ্গু পরীক্ষার ব‌্যবস্থা। ঠাকুর দেখতে এসে কেউ চাইলেই সেখানে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করতে পারবেন।