অভিনেত্রী কীর্তি কুলহারি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। কিন্তু সেই বিচ্ছেদে কোনো তিক্ততা বা খারাপ কিছু না রেখে তাঁর স্বামীর পার্টি কৃতজ্ঞতাই তাঁর মূল অস্ত্র। নিজের কেরিয়ার গ্রোথের জন্য প্রাক্তন স্বামীকেই ধন্যবাদ জানাতে চান কীর্তি। এমনকী, সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি কুলহারি স্পষ্ট জানান, ছবিতে যৌনদৃশ্যের ব্যাপারে প্রাক্তন স্বামীর কাছ থেকেই টিপস নেন কীর্তি! ২০১৬ সালে কীর্তি বিয়ে করেন সাহিল সেহগালকে।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে কীর্তি অভিনীত ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজে’র নতুন সিজন। এই সিরিজে কীর্তিকে অভিনয় করতে হয়েছে একাধিক যৌনদৃশ্যে। কীর্তি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ” আমার বিয়ে হয় ২০১৬ সালে। সাহিলের মধ্যে বিন্দুমাত্র নিরাপত্তাহীনতা ছিল না। সাহিল কখনও বলত না, পর্দায় তুমি চুমু খেতে পারবে না বা কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারবে না, সবচেয়ে বড় ব্যাপার আমাকে সাহিলই আত্মবিশ্বাস জুগিয়েছিল, সমর্থন করেছিল চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে। এমনকী, সাহিল আমাকে ছোটখাটো টিপসও দিতে এ ব্যাপারে।”
Advertisement
Advertisement
Advertisement



