• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রুশ হামলায় ভয়ভীত কিয়েভ , নিহত অন্তত ৮

কিয়েভ ,১০ অক্টোবর — রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন ভয়াবহ রূপ নিচ্ছে।রাশিয়া একের পর এক বড় বড়  শহর গুলোতে হামলা শুরু করেছে। ক্রিমিয়া ব্রিজ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত মাথা চাড়া দিয়েছে নতুন করে। আজ, সোমবার সকালেই সেই হামলা আছড়ে পড়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ।  কিভ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার দু’টি পরপর মিসাইল হামলার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ।

কিয়েভ ,১০ অক্টোবর — রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন ভয়াবহ রূপ নিচ্ছে।রাশিয়া একের পর এক বড় বড়  শহর গুলোতে হামলা শুরু করেছে। ক্রিমিয়া ব্রিজ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত মাথা চাড়া দিয়েছে নতুন করে। আজ, সোমবার সকালেই সেই হামলা আছড়ে পড়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ।

 কিভ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার দু’টি পরপর মিসাইল হামলার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ। প্রসঙ্গত, শনিবারই ইউক্রেনের ঝাঁপোরিঝিয়ায় রকেট হামলায় ১৭ জন নিহত ও ৪০ জন আহত হন।

কিয়েভে বিস্ফোরণের ছবি সারাদিন ধরে ঘুরতে থাকে  সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, কিভের শেভেশেনকো এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুসজ্জিত  এই শহরে বহু প্রাচীন, ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন ছিল,তার অনেকটাই ধ্বংস হয়ে গেছে ।কিভের বিস্ফোরণস্থলে ছড়িয়ে পড়ে রয়েছে বেশ কিছু মৃতদেহও। তবে হতাহতের সংখ্যা এখনও সরকারি ভাবে জানা যায়নি। বেসরকারি সূত্রের খবর, অন্তত ৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং ২৪ জন আহত হয়েছেন।

Advertisement

Advertisement