মুম্বাই ,২জানুয়ারী — অভিনেত্রী তুনিশা আত্মহত্যা কাণ্ডে মন্তব্য করে এবার শিরোনামে কঙ্গনা।আত্মহত্যা নয় , প্ররোচিত ভাবে খুন করা হয়েছে তুনিশাকে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ও দাবি করেছেন তিনি। আলিবাবা দাস্তান এ কাবুল এর সেট এ গত ২৪শে ডিসেম্বর অভিনেত্রী তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়ে. এরপরেই তুনিশার তথাকথিত প্রেমিক এবং সিরিয়ালের নায়ক সিজান মোহাম্মদ খান কে গ্রেপ্তার করা হয়েছে।এখন বিচার বিভাগীয় তদন্তের অধীনে রয়েছেন তিনি। সম্প্রতি টুইটার এ এই নিয়ে মন্তব্য করেছেন কঙ্গনা।
Advertisement
Advertisement
Advertisement



