দিল্লি, ২ জানুয়ারি – কামদুনি মামলার শুনানি স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিচারপতি বিআর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ মামলায় জড়িত সব পক্ষকে নোটিস দিয়ে জবাব তলব করেছে। কামদুনিকাণ্ডে মৃতার ভাই সুপ্রিম কোর্টে পৃথক এসএলপি করেন। মঙ্গলবার সকাল থেকে সেই মামলার শুনানি হয়। ওই মামলায় মামলাকারীর কাছে হলফনামা চেয়েছে আদালত। হলফনামার পরই হবে মামলার পরবর্তী শুনানি। তবে দোষীদের ফের গ্রেফতারির দাবিতে নারাজ শীর্ষ আদালত।