• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

প্রথম লোকপাল পদে শপথ বিচারপতি পিনাকি ঘোষের

দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ গ্রহন করলেন প্রাক্তন বিচারপতি পিনাকি ঘোষ। ২০১৪ সালের, ১ জানুয়ারি লোকপাল আইনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

(বা-ডা) ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের প্রথম লোকপাল হিসেবে বিচারপতি পিনকী চন্দ্র ঘোষে। (Photo IANS/RB)

দিল্লি, ২৩ মার্চ – দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ গ্রহন করলেন প্রাক্তন বিচারপতি পিনাকি ঘোষ। ২০১৪ সালের, ১ জানুয়ারি লোকপাল আইনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লোকপাল আইনে দেশের রাষ্ট্রপতির সম্মতির ঠিক পাঁচ বছর পর লোকপাল নিয়োগ করা হল। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষ ও সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগির উচ্চপর্যায়ের নির্বাচন কমিটি দেশের প্রথম লোকপাল হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পিনাকি ঘোষকে নির্বাচন করে। ২০১৩ সালে শীর্ষ আদালতে বিচারপতি হিসেবে যোগ দিয়েছিলেন। তারপর অবসর গ্রহণের পর তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন। দেশের হাইকোর্টগুলির প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি অভিলাসা কুমারিকে লোকপালের জুডিসিয়াল সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। সশস্ত্র সীমা বলের প্রথম প্রাক্তন মহিলা প্রধান অর্চনা রামাসুন্দরম, মহারাষ্ট্রের প্রাক্তন সচিব দীনেশ কুমার জৈন, প্রাক্তন আইআরএ আফিসার মহেন্দ্র সিং, প্রাক্তন আইএএস ইন্দ্রজিৎ প্রসাদ গৌতমকে লোকপালের নন-জুডিসিয়াল সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।