ভারত:- ভোটের মাত্র ১০ দিন আগেই বড় ধাক্কা বিজেপিতে। সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আমিন পাঠান যোগ দিয়েছেন কংগ্রেসে। এতে বিজেপির সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধাক্কা আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা ভোট। হাতে আর মাত্র ১০ দিন সময় বাকি। তার মাঝেই বিজেপিতে বড় ধাক্কা। জানা গিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপস্থিতিতে রাজস্থান হজ কমিটির সভাপতি এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যসভাপতি আমিন পাঠান যোগ দিয়েছেন কংগ্রেসে। জয়পুরে সাংবাদিক বৈঠক করে আমিন পাঠানের যোগদান ঘোষণা করেছে কংগ্রেসে। নিঃসন্দেহে আমিন পাঠানের এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। পাইলট এবং গেহলটের বিবাদের জেরে রাজস্থােন কংগ্রেস এবার নড়বড়ে অবস্থানে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে মুর্খের সর্দার বলে কটাক্ষ করেছেন। তার পরেই মোদীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে সওয়াল তুলেছেন রাজস্থােনর মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
Advertisement
Advertisement



