মোদির সভায়  যেতে হলে সাংবাদিকদের  দিতে হবে ক্যারেকটার সার্টিফিকেট 

Written by SNS October 4, 2022 3:15 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: Nitin Lawate/IANS)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দশেরার দিনটি কাটবেন হিমাচলপ্রদেশে।  কিন্তু মোদীর কালকের সফর নিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। হিমাচল প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর যে সাংবাদিকরা (Journalist) কভার করবেন তাঁদের সম্পর্কে সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে ক্যারেকটার সার্টিফিকেট  ইস্যু করতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর সিমলায় তাঁর জনসভা করার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে যেতে পারেননি ভোটমুখী রাজ্যটিতে। আগামী ডিসেম্বরে সেখানে বিধানসভা ভোট। আগামীকাল সেখানে নবনির্মিত এইমস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপিদের অনুষ্ঠান কভার করার জন্য বিশেষ পাস ইস্যু করে পুলিশ প্রশাসন। সরকার স্বীকৃত সাংবাদিকদেরই শুধুমাত্র এই অনুমতিপত্র দেওয়া হয়।

কিন্তু হিমাচল প্রশাসন বলেছে, শুধু সরকারি পরিচয়পত্র দেখালেই চলবে না। জমা করতে হবে প্রতিষ্ঠানের কর্তার ইস্যু করা চরিত্র শংসাপত্র বা ক্যারেকটার সার্টিফিকেট। এই নির্দেশ সরকারি, বেসরকারি, সব মিডিয়ার জন্যই বলবৎ হবে।