দিল্লি, ২৮ আগস্ট – কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও শীর্ষে থাকতে চায় জিও গোষ্ঠী। সমগ্র দুনিয়ার চিত্র বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গোটা দুনিয়ার চিত্র বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই এআই মডেলে শীর্ষস্থানীয় জায়গায় থাকতে চায় জিও প্ল্যাটফর্ম। এদিন ২০২৩ বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি ঘোষণা করলেন রিলায়েন্স গোষ্ঠির প্রধান মুকেশ আম্বানি।
ভারতীয়দের দক্ষতা নিয়েও আশাবাদী মুকেশ আম্বানি এদিন বলেন, ভারতে প্রতিভার অভাব নেই, রয়েছে তথ্যের প্রাচুর্য। কিন্তু আমাদের প্রয়োজন এআই সংক্রান্ত একটি সামগ্রিক পরিকাঠামো যা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল চাহিদা পূরণ করবে। ২,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এআই চালিত কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে জিও।