নয়ডা থেকে বিজেপির জিতেন্দ্রকে গ্রেফতার করল রাজ্য পুলিশ 

Written by SNS March 18, 2023 4:42 pm

জিতেন্দ্র তিওয়ারি

নয়ডা, ১৮ মার্চ – শনিবার দিল্লির কাছে নয়ডা থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।  নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করা হয়। কম্বলকাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বর মাসে আসানসোলের রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।ওই ঘটনায় অভিযোগ দয়ের হয়েছে, জিতেনের স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ মোট ৩ কাউন্সিলরের নামেও।

এর আগে তাঁর ফ্ল্যাট তালাবন্ধ দেখে পুলিশ কয়েক বার নোটিসও দিয়ে আসে। তবে তিওয়ারি দম্পতির দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এই আবহে গত বছরের ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তিকালীন রক্ষাকবচ দেয় হাই কোর্ট। পাশাপাশি, তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেন। কিন্তু ১০ ফেব্রুয়ারি পাল্টা একটি আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা চৈতালির বিরুদ্ধে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এর পরই হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন জিতেন্দ্র এবং চৈতালি। কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সেই একই আবেদন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন জিতেন। শুক্রবার তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তার আগেই  গ্রেফতার হলেন আসানসোলের ওই বিজেপি নেতা।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে।