• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সম্প্রতি দক্ষিণী ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্তকে।

কলকাতা:- রবি তেজারের তেলুগু ছবিতে ভিলেন যিশু। খাকি উর্দিতে দেখা গেল যিশু সেনগুপ্তকে। সূত্রের খবর, সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন যিশু। যেটি তাঁর আসন্ন ছবির মেকিং ভিডিও। ভিডিওতে পুলিশের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা যিশুকে। তবে, তিনি কোনও সৎ পুলিশ অফিসার নয়। বরং, ভিলেনের চরিত্রে দেখা দিচ্ছেন তিনি। কপালে কাটা দাগ, একটি চোখ ঘোলাটে, চুল উল্টো

কলকাতা:- রবি তেজারের তেলুগু ছবিতে ভিলেন যিশু। খাকি উর্দিতে দেখা গেল যিশু সেনগুপ্তকে। সূত্রের খবর, সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন যিশু। যেটি তাঁর আসন্ন ছবির মেকিং ভিডিও। ভিডিওতে পুলিশের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা যিশুকে। তবে, তিনি কোনও সৎ পুলিশ অফিসার নয়। বরং, ভিলেনের চরিত্রে দেখা দিচ্ছেন তিনি।
কপালে কাটা দাগ, একটি চোখ ঘোলাটে, চুল উল্টো করে আঁচড়ানো, চোখে মুখে রাগী রাগী ভাব। আর পরতে পুলিশের উর্দি। এমন সাজে দেখা দিলেন যিশু। ছবির শ্যুটিং-র বিভিন্ন দৃশ্যর ঝলক মিলেছে ছবিতে। মেকআপ থেকে শ্যুটিং- সব কিছুরই ঝলক রয়েছে। ছবিটি মুক্তি পাবে ২০ অক্টোবর। এরপরই ভাইরাল হল ভিডিওটি। যিশুর কাজের জন্য তা যে সকলের নজর কেড়েছে এমন নয়। সঙ্গে এই ভিডিও তে যে সকল কমেন্ট দেখা গিয়েছে তা নজর কেড়েছে সকলের। যিশুর সকল ভক্তরা নানান মন্তব্য করেন এই ভিডিও দেখে। যিশু আর রবি তেজা ছাড়াও আছেন, নূপুর শ্যানন, রেনু দেশাই, অনুপম খেরের মতো সেলিব্রিটিরা। ছবিটি পরিচালনা করছেন ভামসী। প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল। এদিকে আবার দশম অবতার ছবিতে দেখা দেবেন যিশু সেনগুপ্ত। দশম অবতার ছবিতে যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও আছেন জয়া এহেসান। শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজনা করছে এই ছবিটি। যা এবার পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। খুন, রহস্য, সিরিয়াল কিলার, মৃত্যুর মতো নানান জটিলতা রয়েছে এই ছবিটিতে। ১৯শে অক্টোবর মুক্তি পাবে দশম অবতার। তারপর ২০ তারিখ মুক্তি পাবে টাইগার নাগেশ্বর রাও। দক্ষিণী ছবিতে দেখা দেবেন যিশু। নূপুর শ্যানন, রেনু দেশাই, অনুপম খের, রবি তেজার মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যিশু।

Advertisement

Advertisement