• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

আগাম জামিনের রক্ষাকবচ জগদীশ টাইটলার

দিল্লি, ৪ আগস্ট– আগাম জামিনের আবেদন মঞ্জুর হল ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের৷ শনিবারই তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা৷ জগদীশের আগাম জামিনের অর্থ রক্ষাকবচ পেয়ে গেলেন তিনি৷ অর্থাৎ তাঁকে আগামিকাল কোনও ভাবেই গ্রেপ্তার করা যাবে না৷ ১ লক্ষ টাকার বিনিময়েই এদিনের জামিন পেলেন তিনি৷ প্রসঙ্গত, নিজের শিখ দেহরক্ষীদের হাতে তৎকালীন

দিল্লি, ৪ আগস্ট– আগাম জামিনের আবেদন মঞ্জুর হল ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের৷ শনিবারই তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা৷ জগদীশের আগাম জামিনের অর্থ রক্ষাকবচ পেয়ে গেলেন তিনি৷ অর্থাৎ তাঁকে আগামিকাল কোনও ভাবেই গ্রেপ্তার করা যাবে না৷ ১ লক্ষ টাকার বিনিময়েই এদিনের জামিন পেলেন তিনি৷
প্রসঙ্গত, নিজের শিখ দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি নিহত হওয়ার পরই শুরু হয় শিখ-বিরোধী দাঙ্গা৷ সেই দাঙ্গায় অন্তত ৩ হাজার লোক মারা যান৷ গোটা দেশ মিলিয়ে সংখ্যাটা ৮ হাজার৷ আর এই মামলাতেই অ্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জগদীশ টাইটলারের নাম৷