• facebook
  • twitter
Monday, 15 December, 2025

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে জ্যাকি চ্যান

জেদ্দা, সৌদি আরব, ৯ ডিসেম্বর- ১৯৯৮ থেকে ২০০৭ সালের মধ্যে জ্যাকি চ্যান কমেডিয়ান অভিনেতা ক্রিস টাকারের সঙ্গে তিনটি রাশ আওয়ার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটি হংকংয়ের একজন গোয়েন্দা পরিদর্শককে অনুসরণ করে তৈরি করা হয়েছে।যে অপরাধের সমাধানের করবার জন্য এলএপিডি অফিসারের সঙ্গে সম্পর্ক তৈরি করে। অভিনেতা জ্যাকি চ্যান বৃহস্পতিবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন এবং ‘রাশ

জেদ্দা, সৌদি আরব, ৯ ডিসেম্বর- ১৯৯৮ থেকে ২০০৭ সালের মধ্যে জ্যাকি চ্যান কমেডিয়ান অভিনেতা ক্রিস টাকারের সঙ্গে তিনটি রাশ আওয়ার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটি হংকংয়ের একজন গোয়েন্দা পরিদর্শককে অনুসরণ করে তৈরি করা হয়েছে।যে অপরাধের সমাধানের করবার জন্য এলএপিডি অফিসারের সঙ্গে সম্পর্ক তৈরি করে। অভিনেতা জ্যাকি চ্যান বৃহস্পতিবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন এবং ‘রাশ আওয়ার ৪’ সিক্যুয়েলের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন৷ সেখানে উপস্থিত সকল ভক্তদের তিনি বলেছেন যে বর্তমানে রাশ আওয়ার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিরিজ পার্ট ৪ তৈরির জন্য তাঁর সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে তিনি আরও বলেছেন, যে তিনি চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে খুব শীঘ্রই চলচ্চিত্রের পরিচালকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।তিনি পরিচালকের নাম না বললেও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ব্রেট র্যাটনার আগের তিনটি সিরিজ পরিচালনা করেছেন। সব কিছু ঠিক হয়ে গেলে আগামী বছর ফ্লোরে যাবে ‘রাশ আওয়ার ৪’।

Advertisement

Advertisement