উৎসবের আগেই ভাড়া বাড়াল উড়ান সংস্থা

Written by Sunita Das October 6, 2023 5:39 pm

দিল্লি, ৬ অক্টোবর– পুজোর মরশুমে সাধারণত মানুষ টানতে নানান ছাড়-সুবিধার দরজা খুলে দেয় বিভিন্ন ব্যবসায়ী সংস্থা৷ দুর্গাপুজো শুধু বাঙালির শ্রেষ্ট উৎসবই নয়, রয়েছে, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো সহ একের পর এক পুজো আর দফায় দফায় ছুটির আমেজ৷ কয়েকদিনের মধ্যেই রাজ্যে ছুটি পড়তে চলেছে স্কুল-কলেজ, কোর্ট-কাছারি৷ হাতে সময় কম থাকলে দূরের গন্তব্যস্থলে পর্যটকদের বিমানে যাত্রাই প্রথম পছন্দ৷ আর বিমান যাত্রার খরচই হতে চলেছে মহার্ঘ্য৷ জ্বালানির দাম বাড়ায় শুক্রবার থেকে বেড় গেল বিমানের খরচ৷ শুক্রবার, ৬ অক্টোবর থেকে ইন্ডিগো উড়ান সংস্থা বিমান ভাড়ার সঙ্গে যুক্ত করছে ফুয়েল চার্জ৷ যার জেরে দেশীয় ও আন্তর্জাতিক বিমান ভাড়ায় ৩০০ থেকে এক হাজার টাকা অরিরিক্ত খরচ হতে পারে বিমানযাত্রীদের৷ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের খরচ বাড়ার কারণেই বিমান সংস্থাগুলি রাতারাতি ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে৷ তবে শুধু ইন্ডিগোই নয়, অন্যান্য এয়ারলাইন্সগুলিও বিমান ভাড়া বাড়ানোর পথেই পা বাড়াচ্ছে বলে খবর৷ ইন্ডিগো সূত্রের খবর, ৫০০ কিলোমিটার দূরত্বে সংস্থাটি বিমানের ভাড়ার সঙ্গে ৩০০ টাকা অতিরিক্ত যুক্ত করবে৷ ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত যুক্ত হবে ৫০১ থেকে ১০০০ কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে৷ আবার ৫৫০ টাকা বাড়তি দিতে হবে ১০০১ থেকে ১৫০০ কিলোমিটার দূরত্বের বিমানযাত্রায়৷ অন্যদিকে, ১৫০১ থেকে ২৫০১ কিলোমিটার দূরত্বের যাত্রায় দিতে হবে ৬৫০ টাকা এবং ৮০০ টাকা দিতে হবে ২৫০১ থেকে ৩৫০০ কিলোমিটারের যাত্রায়৷ ৩৫০১ কিলোমিটার বিমানযাত্রায় ১০০০ টাকা পর্যন্ত খরচ বাড়বে৷
যদিও বেশ কয়েকটি রাজ্যে এই অ্যাভিয়েশন ট্রাফিক ফুয়েলের উপর ভ্যাট কমিয়েছে৷ তারই মধ্যে দিল্লির মতো বেশ কয়েকটি রাজ্যে এখনও উচ্চহার অব্যাহত৷ অ্যাভিয়েশন ট্রাফিক ফুয়েলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গেই রয়েছে রাজ্য এবং কেন্দ্রের মাত্রাতিরিক্ত শুল্ক৷ ফলে বাধ্য হয়েই বিমান ভাড়া বাড়াতে হচ্ছে বলে জানিয়েছে উড়ান সংস্থাগুলি৷ আবার ভারতের বেসরকারি বিমান সংস্থা যেমন গো এয়ার, আকাসা, ইন্ডিগোর একাধিক বিমান ইঞ্জিন বিকল হওয়া সহ একাধিক ইসু্যতে অচল হয়ে পডে় রয়েছে৷ যার বড় প্রভাবও পডে়ছে বিমানের ভাড়ায়৷