রাখিতে মোদীকে স্বাগত জানাতে অপেক্ষারত দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়রা।

Written by SNS August 23, 2023 11:17 am

ভারত:- ব্রিকস সামিট-এ যোগদান করার উদ্দেশ্য প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা দিয়েছে। রাখি পূর্ণিমার আগেই  দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়রা রাখি উৎসবের আয়োজন করেছে। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরানোর প্রস্তুতি নিয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের বড় ভাইয়ের মত। সেই কারণেই তাঁর মঙ্গলকামনায় তাঁরা রাখি বাঁধতে প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টিং কর্পোরেশনের মহিলা মিডিয়া কর্মী ইয়াসিকা সিং, তিনি প্রবাসী ভারতীয়। তিনি জানিয়েছেন, জোহেনসবার্গে প্রধানমন্ত্রী মোদীর রাখি উৎসবের সময়ই আসছেন। সেই কারণেই গোটা বিশ্বকে জানাতে চান যে প্রধানমন্ত্রী মোদী তাদের বড় ভাই। তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়রা প্রার্থনা করেছে মোদীর মঙ্গল কামনায়। মোদী তাঁদের বড় ভাই। তাই তাঁর মঙ্গলকামনায় তারা এই উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আর্য সমাজও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাখির উৎসবের আয়োজন করেছে। সংস্থার সভাপতি অরতি নানকচাঁদ শানন্দ প্রধানমন্ত্রীকে রাখি বাঁধবেন। বিশিষ্টরা ছাড়াও দক্ষিণ আফ্রিকার সাধারণ নাগরিকরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাঁখি বাঁধবেন। মোদীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকেও প্রবাসী ভারতীয়রা রাখি বাঁধবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ অফ্রিকা সফরের সময়সূচি হল ২২-২৪ অগাস্ট। ১৫তম ব্রিকস সামিট-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসারের আমন্ত্রণেই দক্ষিণ অফ্রিকা সফর মোদীর। কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন তিনি। সম্মেলনে থাকছে ব্রাজিল,ভারত, চিন, রাশিয়া ও দক্ষিণ অফ্রিকা।