সর্প দংশনে ডাক্তারদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী আইসিএমআর

Written by SNS September 14, 2022 2:40 pm
জলপাইগুড়ি, ১৪ সেপ্টেম্বর — বহু মানুষ বিনা চিকিৎসায় সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন।এখনো গ্রাম বাংলার অনেকে জানেন না যে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে তাকে কোন চিকিৎসা দিতে হবে। গ্রাম বাংলার মানুষ সাপে  কামড়ানো রোগীকে  ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ,ওঝা গুণীর কাছে নিয়ে যান। এতে অনেক সময় নষ্ট হয়।যার ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসার ওভাবে অনেক মানুষ প্রাণ  হারান। 

মঙ্গলবার জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরে সাপে কাটা রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে সর্পদংশন ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আইসিএমআরের টেকনিক্যাল অ্যাডভাইজার তথা স্নেক বাইট ট্রেনিং এক্সপার্ট ডা. দয়াল বন্ধু মজুমদার। তিনি বলেন, রাজ্যের ৫০ শতাংশের এর বেশি চিকিৎসক জানেন না কী করে সাপে কাটা রোগীর চিকিৎসা করতে হয়।এই বিষয়টায় গুরুত্ব দিতে ও চিকিৎসকদের সঠিক প্রশিক্ষণের জন্য উদ্যোগী হল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।