পাহাড়ে বন্‌ধ বরদাস্ত করবো না : মমতা 

Written by SNS February 21, 2023 5:13 pm

জলপাইগুড়ি ,২১ ফেব্রুয়ারি — শিলিগুড়িতে  বন্‌ধ প্রত্যাখ্যানের  দাবিতে  মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মমতা। বিধানসভায় পাশ হওয়া ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’-এর বিরোধিতায় ২৩ ফেব্রুয়ারি ২৪ ঘন্টা অনশনে পথে নেমেছে বিনয় তামাং সহ  জিটিএ-র ৭ সদস্য।এতেই বেজায় রেগে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পাহাড়ে বন্‌ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না। শিলিগুড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বন্‌ধের নামে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। জিটিএ বিরোধীদের  প্রতি মমতার স্পষ্ট বার্তা, পাহাড়ে  কোনও বন্‌ধ হবে না।’’

মমতা হিঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছেন বুধবার থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই আবহে বন্‌ধের আহ্বায়কদের শিলিগুড়ির মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মমতা। তিনি বলেন, ‘‘পাহাড়ে কোনও বন্‌ধ-টন্‌ধ হবে না। বন্‌ধ করলে আমরা সমর্থন করব না। প্রশাসনের পক্ষ থেকে আমি পরিষ্কার নির্দেশ দিচ্ছি, কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, সে আন্দোলন করতেই পারেন, তবে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’’