আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে 

Written by SNS August 30, 2022 2:36 pm

 কলকাতা,৩০ আগস্ট — দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে বলে জানা গেছে। তবে একটানা বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। মুষলধারে বৃষ্টিতে ভাসবে পাহাড়, এদিকে সমতলে গরম বাড়বে। নিম্নচাপের দুর্যোগ কেটেছে। এবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । আজ মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি । 

বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।