লাউ দিয়ে অনেক রকম পদ খেয়েছেন, এবার চেখে দেখুন লাউয়ের হালুয়া।

Written by SNS November 18, 2023 11:46 am

লাউয়ের পুষ্টিগুণের কথা সকলেই কম-বেশি জানেন। এই সব্জিতে যে পরিমাণ ভিটামিন, ফাইবার ও খনিজ রয়েছে, তা অন্য কোনও সব্জিতে নেই বললেই চলে। যে কারণে স্বাস্থ্যের নানা সমস্যায় লাউ দারুণ উপকারী। মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তাছাড়া, শরীর ঠান্ডা রাখতে এবং শরীরে জলের চাহিদা পূরণে লাউ খুব উপকারী। লাউ চিংড়ি হোক কিংবা নিরামিষ লাউ ঘণ্ট বা পায়েশ, বাঙালি রান্নায় লাউয়ের বিস্তার সর্বত্রই। এবার চেখে দেখুন লাউয়ের হালুয়া। ভিন্ন স্বাদের এই রেসিপি রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালোই লাগে।
উপকরণ:-
•একটা বড় সাইজের লাউ,
•হাফ লিটার দুধ,
•কিশমিশ ও কাজুবাদাম,
•এক চিমটে কেশর,
•এলাচ গুঁড়ো সামান্য,
•ঘি পরিমাণমতো,
•স্বাদ অনুযায়ী চিনি।
পদ্ধতি:-  লাউয়ের খোসা ছাড়িয়ে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলুন। চেপে চেপে লাউয়ের অতিরিক্ত জলটা বের করে দিন। হালকা গরম জলে কয়েক মিনিট কেশর ভিজিয়ে রেখে দিন। কড়াইতে পরিমাণমতো ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। তারপর কড়াইতে আরও একটু ঘি দিয়ে লাউ দিয়ে দিন। এরপর নাড়াচাড়া করতে থাকুন। কম আঁচে বেশ কিছুক্ষণ ভাজার পর লাউ নরম হয়ে এলে ওর মধ্যে দুধ দিয়ে দিন। কিছুক্ষণ ফোটান। মিনিট ২০ পর লাউ দুধের সঙ্গে একেবারে মিশে গেলে চিনি দিয়ে দিন। কেশর জলও দিয়ে দেবেন। হালুয়া একেবারে ঘন হয়ে এলে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে দিন। এলাচ গুঁড়োও দিয়ে দেবেন। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার লাউয়ের হালুয়া।