কলকাতা:- কলকাতায় প্রতিবেশী মহিলাকে অ্যাসিড হামলার অভিযোগে হরিদেবপুর থানার পুলিশ আটক করল দম্পতিকে। আনন্দপল্লী চক রামনগরের বাসিন্দা চুমকি মাখালকে অ্যাসিড মারার অভিযোগে আটক দুজন প্রতিবেশী জোসেফ রণ রায় ও সোমারিতা রায়, এরা সম্পর্কে স্বামী-স্ত্রী। চুমকি মাখালের পরিবারের অভিযোগ সোমারিতা রায় অর্থাৎ জোসেফ রণ রায়ের স্ত্রী চুমকি মাখালের গায়ে অ্যাসিড ছুড়ে মারে। অপরদিকে জোসেফ রণ রায়ের পরিবারের অভিযোগ চুমকি মাখাল সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছেন পুলিশের কাছে। অ্যাসিড হামলার মত এমন কোন ঘটনা ঘটেনি, তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে চুমকিরা তাদের বিরুদ্ধে হরিদেবপুর থানায় মিথ্যে অভিযোগ জানতো। এবং তাদের বিরুদ্ধে এর আগে অভিযোগ করেছিল চুমকি মাখালের মেয়েকে জোসেফ রণ রায়ের পরিবারের লোকজন মেরেছে। এই অভিযোগটা ও মিথ্যে বলে দাবি করছেন জোসেফ রণ ও সোমরিতা রায়ের পরিবার। সম্পূর্ণ ঘটনাটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ,যদিও এই ঘটনায় চুমকি মাখালের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।
Advertisement
Advertisement



