প্যারাগ্লাইডিং করে পুণ্যার্থীদের উপর নজর রাখছে গুজরাত পুলিশ

Written by Sunita Das November 27, 2023 5:23 pm

ভদোদরা, ২৭ নভেম্বর– প্যারাগ্লাইডিং এখন পর্যন্ত পর্যটকদের কাছে মজা হিসেবেই ব্যবহূত হত৷ কিন্তু সেই প্যারাগ্লাইডিং যে সুরক্ষার কাজে ব্যবহার করা যায় তাই করে দেখাল গুজরাত পুলিশ৷
উঁচু পাহাড়ের উপর থেকে শূন্যে ঝাঁপ, তারপর পাখির মতো উড়তে উড়তে প্রকৃতির দৃশ্য দেখা৷ নিতান্তই অ্যাডভেঞ্চার এই স্পোর্টসকে ব্যবহার করে আকাশপথে উড়ে উড়ে লিলি পরিক্রমায় আসা পুণ্যার্থীদের উপর নজর রাখতে দেখা গেছে এক পুলিশকর্মীকে৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷
গুজরাত পুলিশের তরফ থেকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ভিডিওটি৷ তাতে দেখা গেছে, এক পুলিশকর্মী খাকি উর্দি পরে জুনাগড়ে প্যারামোটোরিং করছেন৷ প্যারামোটোর হল একধরনের মোটর চালিত প্যারাগ্লাইডার, যেটি চলে ছোট একটি ছোট ২ স্ট্রোকের ইঞ্জিন দিয়ে৷ সেটা আটকানো থাকে পাইলটের পিঠে৷
পুলিশের পোস্ট থেকে জানা গেছে, তারা জুনাগডে় লিলি পরিক্রমা পর্যবেক্ষণ করতে প্যারাগ্লাইডার ব্যবহার করেছিল৷ এটি একটি বার্ষিক তীর্থযাত্রা, যেখানে সময় ভক্তরা জুনাগড় জেলায় অবস্থিত আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ গিরনার পর্বত পরিক্রমা করে৷ হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে এই পরিক্রমা অনুষ্ঠিত হয়৷ ভবনাথের মন্দির থেকে শুরু হয় লিলি পরিক্রমা৷ সেই উপলক্ষে মেলাও বসে৷ সারা দেশ থেকে ভক্তরা হাজির হয় গিরনার পর্বতের পাদদেশে৷