কলকাতা, ১৭ জুন – পঞ্চায়েত ভোট মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙড়ে হিংসাত্মক কাণ্ডের পর পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ফের অশান্তির কারণেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রওনা হচ্ছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, শনিবার হঠাৎই এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। এদিন তাঁর চেন্নাই যাওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করে দেন রাজ্যপাল। শনিবার সকালে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার্ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় হামলা ও অশান্তির কথা রাজ্যপালকে জানান। তারপরই রাজ্যপাল ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন বলে অনুমান।
এদিকে শনিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন। সূত্রের খবর, রাজীব সিনহা ফোনে রাজ্যপালকে জানান যে তিনি স্ক্রুটিনির কাজে ব্যস্ত, তাই যেতে পারছেন না।
Advertisement
Advertisement
Advertisement



