পুজোয় ছুটি সরকারি হাসপাতালের আউটডোরেও, ডেঙ্গির প্রকোপে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Written by SNS September 29, 2022 1:47 pm

কলকাতা, ২৯ সেপ্টেম্বর– সপ্তমী যেহেতু রবিবার, তাই সেদিন সারাবছরের মতই আউটডোর বন্ধ থাকবে। অন্যদিকে, প্রতিবছরের মতো এবারেও অষ্টমীতেও বন্ধ থাকবে আউটডোর। বুধবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দফতর । অন্য দিনগুলি চিকিৎসা পরিষেবা একদম স্বাভাবিক থাকবে। তবে এই দু’দিন ইমার্জেন্সি, ইনডোর-সহ অন্যান্য পরিষেবাগুলি চালু থাকবে।

রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতির চাপেই এইরকম সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের । এবার রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসক ও অন্যান্য আধিকারিকরা আগাম অনুমতি ছাড়া পুজোতে ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে অন্যত্র যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা নির্দেশিকার মাধ্যমে এই খবর জানিয়েছেন। তবে শুধু সরকারি হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিই নয়, নির্দেশিকা জারি করেছে শহরের বেশ কয়েকটি বড় বেসরকারি হাসপাতাল। এর মধ্যে অ্যাপোলো জানিয়েছে, পুজোর দিনগুলিতে তাদের ইমার্জেন্সি ২৪ ঘণ্টা চালু থাকবে। ইমার্জেন্সি নম্বর ১০৬৬। হাসপাতালের নম্বর ০৩৩৪৪২০২১২২।