• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আছে কিন্তু নেই ১ লাখ পড়ুয়া, বাদ যাচ্ছে নাম…

 পটনা, ১৮ সেটেম্বর– ভর্তি হয়েছিল প্রায় ১ লাখ ছাত্র। কিন্তু তারপর আর তাদের কোনো খোঁজ নেই। তাই তাদের নাম এবার বাদ যাচ্ছে। সেই ভুতুড়ে পড়ুয়াদের নিয়ে রীতিমতো উদ্বেগে শিক্ষা দফতর। তবে শিক্ষা দফতরের একাংশের মতে, এই ভুয়ো পড়ুয়া বাদ দিয়ে প্রকৃত পড়ুয়াদের সংখ্যা জানতে না পারলে সমস্যা হতে পারে। কারণ সেই সংখ্যার উপরেই তাদের সুবিধাগুলি

 পটনা, ১৮ সেটেম্বর– ভর্তি হয়েছিল প্রায় ১ লাখ ছাত্র। কিন্তু তারপর আর তাদের কোনো খোঁজ নেই। তাই তাদের নাম এবার বাদ যাচ্ছে। সেই ভুতুড়ে পড়ুয়াদের নিয়ে রীতিমতো উদ্বেগে শিক্ষা দফতর। তবে শিক্ষা দফতরের একাংশের মতে, এই ভুয়ো পড়ুয়া বাদ দিয়ে প্রকৃত পড়ুয়াদের সংখ্যা জানতে না পারলে সমস্যা হতে পারে। কারণ সেই সংখ্যার উপরেই তাদের সুবিধাগুলি নির্ভর করছে।

এভাবে ভুয়ো পড়ুয়া থাকলে সাইকেল, মিড-ডে মিল, বই, জামাকাপড় সব হিসেব ওলটপালট হয়ে যাবে।

Advertisement

অনেকেই অভ্যাসবশত দিনের পর দিন আসে না। অনেকে আবার অন্য বেসরকারি স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। এরপরই শিক্ষা দফতর সিদ্ধান্ত নেয় এই ভুতুড়ে পড়য়াদের নাম বাদ দিতে হবে স্কুল থেকে যারা দিনের পর দিন স্কুলে আসছে না। অ্যাডিসনাল চিফ সেক্রেটারি ( শিক্ষা) কেকে পাঠক এই নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজেও স্কুলগুলি পরিদর্শন করেছিলেন। তিনি টিম পাঠিয়েও পড়ুয়া ও শিক্ষকদের হাজিরার উপর নজর রাখতেন।

Advertisement

তিনি সাফ জানিয়েছিলেন যারা দিনের পর দিন স্কুলে আসছে না তাদের নাম যেন বাদ দেওয়া হয়। এমনকী তিনদিনের বেশি কেউ যদি বিনা কারণে না জানিয়ে স্কুলে না আসে তবে তার নাম বাদ দেওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন। তবে এক্ষেত্রে অন্তত ১৫দিন ধরে তাকে সতর্ক করতে হবে। পরে সেই ছাত্র সাড়া দিলে তাকে আবার ভর্তি নিতে হবে। তবে তাকে হলফনামা দিতে হবে ।

তবে এবারই প্রথম বিহারে এমন হচ্ছে তা নয়। ২০১১-১২ সালেও এরকম ভুয়ো এনরোলমেন্ট হয়েছিল। এরপরই দেখা যায় সেই ভুয়ো পড়ুয়ার সংখ্য়া ক্রমেই বেড়েছে। অপারেশন রেজিস্টার ক্লিনে দেখা গিয়েছিল বহু পড়ুয়া কোনও কারণ ছাড়াই দিনের পর দিন ধরে স্কুলে আসছে না।

আসলে ২০০৬ সালে সঙ্কল্প কর্মসূচির মাধ্যমে স্কুল ছুটদের, স্কুলের গন্ডির বাইরে থাকা পড়ুয়াদের স্কুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন প্রচুর ভর্তি হয়েছিল।

Advertisement