বিদায় করোনা মহামারী, বিবৃতি প্রকাশ করে জানাল বিশ্ব স্বাস্থ সংস্থা

Written by SNS March 15, 2023 5:38 pm

জেনিভা, ১৫ মার্চ — বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারির গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় নিতে পারে। এর পরিপ্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করে বলেন, এ বছর বিশ্বজুড়ে করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। বিদায় নেবে করোনা মহামারি।

এক বিবৃতিতে তেদরোস আধানোম এই কথা জানান। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশা করছে, আগামী বছর থেকে করোনাকে কেন্দ্র করে জনস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা আর থাকবে না। গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে চীনকে করোনাবিষয়ক তথ্য সরবরাহের আহ্বান জানানো হয়। এই মহামারি কীভাবে শুরু হয়েছিল, তা জানতে এই তথ্য চাইছে হু । বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর তিন বছর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস থেকে যাবে। তবে তা থাকবে শ্বাসযন্ত্রের সাধারণ রোগ হিসেবে। অন্যান্য শ্বাসতন্ত্রের রোগ যেভাবে ব্যবস্থাপনা করা হয়, এই রোগও সেভাবেই ব্যবস্থাপনা করতে হবে।