সিবিআইএর সিল করা বাড়ি থেকে চুরি সোনার গয়না ও টাকা ,অভিযোগ দায়ের লালনের স্ত্রীর 

Written by SNS December 19, 2022 3:44 pm

 বীরভূম,১৯ ডিসেম্বর — লালন শেখের মৃত্যুর পর সিবিআই দ্বারা সিল করা বাড়ি থেকে চুরি সোনার গয়না ও নগদ টাকা।পুলিশের কাছে লালনের স্ত্রী রেশমা বিবি অভিযোগ জানান, বগটুই কাণ্ডের পর সিবিআই তাঁর বাড়ি সিল করে দিয়েছিল। কিন্তু সেই বাড়ি থেকেই তাঁর সর্বস্ব চুরি গেছে।

 শনিবার থানায় গিয়ে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন রেশমা। তিনি প্রশ্ন তুলেছেন,সিবিআইএর সিল করা বাড়ি থেকে জিনিস চুরি হয় কি করে ? লালনের স্ত্রীর অভিযোগ পেয়েই চুরির মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকী যেসমস্ত কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা লালনের বাড়ি তল্লাশি করেছিলেন তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, বগটুই কাণ্ডের পর গত ৩১ মার্চ সিবিআই আধিকারিকরা যান লালনের বাড়ি। সেদিনই বাড়ি সিল করে আসেন। এবং পরে  আদালতের নির্দেশে চলতি মাসের ১৩ তারিখ সিল খুলে দেয় সিবিআই। তারপরই সেই বাড়িতে ঢোকার অনুমতি পান লালনের পরিবারের লোকেরা। রেশমার অভিযোগ, বাড়িতে ঢুকে তিনি দেখেন তার সোনা গয়না ও নগদ ৫০ হাজার টাকা উধাও।কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতে না পেরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন।