পল গ্র্যান্ট শুধু ‘হ্যারি পটার’ নয়। ‘স্টার ওয়ার্স’ ফ্র্য়াঞ্চাইজির ছবিতেও কাজ করেছেন। ইয়োক চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। শুধু তাই নয়, টম ত্রুজের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ‘লেজেন্ড’ ছবিতে।
হলিউডে একের পর এক বিখ্য়াত ছবিতে অভিনয় করলেও, অতিরিক্ত মাদকের নেশা তাঁকে অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এমনকী, নিয়মিত যৌনপল্লীতে যাওয়ায় ইন্ডাস্ট্রিতে বদনামও কুড়িয়েছিলেন অভিনেতা পল গ্র্য়ান্ট।
Advertisement
হলিউড ম্যাগাজিন থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার কিংস ক্রস স্টেশনেই সংজ্ঞাহীন অবস্থা পাওয়া যায় পল গ্রান্টকে। অভিনেতার মস্তিষ্কের মৃত্যু হয়েছে, সেখানে জানান চিকিৎসকরা। তার পরেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতা। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ১৯ মার্চ লাইফ সাপোর্ট থেকে সরানো হয় তাঁকে।
Advertisement
Advertisement



