আইএসএলের দিনক্ষণ ঘোষণা করল এফএসডিএল।

Written by SNS September 8, 2023 10:33 am

ভারত:- আইএসএলের দিনক্ষণ ঘোষণা করল এফএসডিএল। জাতীয় দলে ফুটবলার নিয়ে বেনজির সংঘাতে জড়িয়ে পড়েছে আইএসএলের ক্লাবগুলি এবং কোচ ইগর স্টিমাচ। এই সময় কিংস কাপ, এশিয়ান গেমস, মারেডকা কাপ, এএফসি এশিয়ান কাপের মতো একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতীয় দলের। এরইমধ্য আইএসএলের সূচি ঘোষণা করে দিল এফএসডিএল। ২১শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। একইসময়ে রয়েছে এশিয়ান গেমসও। জট কাটাতে আসরে নামতে হল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে। জাতীয় দলের স্বার্থ রক্ষা করার জন্য এএসডিএলের কাছে লিগ ১০ দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন এআইএফএফ সভাপতি। কিন্তু তা খারিজ করে দিল এফএসডিএল। সূত্রের খবর, আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে, আবার এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। এশিয়ান গেমসের জন্য ইতিমধ্যেই ২২ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। এশিয়ান গেমসে ফুটবল কার্যত অনুর্ধ্ব -২৩ পর্যায়ের ফুটবলারদের নিয়েই খেলা হয়। সূত্রের খবর, এফএসডিএলের এক মুখপাত্র জানিয়েছেন, এআইএফএফ-এর সুপারিশের ভিত্তিতে লিগ উইন্ডোতে চূড়ান্ত শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে। সব স্টেকহোল্ডাররা আনুষ্ঠানিকভাবে সূচির তারিখ এবং কাঠামোতে সম্মত হয়েছেন, যা ফিফা উইন্ডোগুলি এবং এএফসি এশিয়ান কাপের জন্য বিরতির জন্য প্রয়োজনীয় বিরতি অন্তর্ভুক্ত করে। তি‌নি আরও বলেন, ফুটবল ক্যালেন্ডারকে বিবেচনায় রেখে এই মরসুমের সময়সূচি তৈরি করা হয়েছে যাতে এই পর্যায়ে টুর্নামেন্ট স্থগিত করার কোন সুযোগ না থাকে।