কুচকাওয়াজে অংশ নিতে দু’দিনের ভারত সফরে মাকরঁ

Written by SNS January 25, 2024 6:44 pm

দিল্লি, ২৫ জানুয়ারি– দুদিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট৷ প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে বৃহস্পতিবার ভারতে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ৷ শুক্রবার নয়াদিল্লির ‘কর্তব্যপথে’ কুচকাওয়াজে হাজির থাকার পাশাপাশি নয়াদিল্লি-প্যারিস দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি৷ বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে নামে ফরাসি প্রেসিডেন্টের বিমান৷ জয়পুরের আমের দুর্গো থেকে ভারত সফর শুরু ম্যাক্রোঁর৷ এর পর যন্তরমন্তরে যান৷ সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হেরিটেজ টু্যরে সারেন মাকরঁ৷
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম প্রাচীন মানমন্দির যন্তর মন্তরের প্রতিষ্ঠাতা জয়পুরের রাজা সওয়াই জয় সিংহ৷ ১৭৩৪ সালে তাঁর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন হুগলির চন্দননগরের দু’জন ফরাসি জেসুইটস পাদ্রি৷
দ্বিপাক্ষিক বৈঠকের পরে সন্ধ্যা সওয়া ৫টা নাগাদ যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন মোদি এবং মাকরঁ৷ প্রসঙ্গত, দ্বিতীয় দফার প্রধানমন্ত্রিত্বে কোনও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সঙ্গে এটিই মোদীর শেষ বৈঠক৷ গত জুলাই মাসে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি৷ ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবসের উদ্যাপন অনুষ্ঠানের বিদেশি অতিথি হিসাবে ছিলেন তিনি৷ এ বার মাকরঁ এলেন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে৷
তবে শুধু মাকরঁ নন, এই নিয়ে মোট পাঁচ জন ফরাসি রাষ্ট্রনেতা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়েছেন৷ মাকরেঁর আগে ভ্যালেরি গিসকার্ড ডি’ইস্টাইং (১৯৮০), জাক শিরাক (১৯৯৮), নিকোলাস সারকোজি (২০০৮) এবং ফ্রাঁসোয়া ওলাঁদ (২০১৬)৷ এ ছাড়া ১৯৭৬ সালে ফরাসি প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন শিরাক৷
এদিন যন্তরমন্তর থেকে সঙ্গনী গেট অবধি হাঁটতে দেখা যায় দুই রাষ্ট্রনেতাকে৷ সূত্রের খবর, রাতে রামবাগ প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল৷