ফের কংগ্রেস ছাড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি , জল্পনা যোগ দিচ্ছেন বিজেপিতে   

Written by SNS March 13, 2023 7:56 pm

দিল্লি ; ১৩ মার্চ –  ঘোর বিপদে কংগ্রেস। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন কিরণকুমার রেড্ডি। তেলেঙ্গানা গঠনের আগে অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী  ছিলেন রেড্ডি। ১১ মার্চ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠান তিনি। রাজনৈতিক সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। আগামী বছর লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্র বিধানসভা ভোট হওয়ার কথা। শোনা যাচ্ছে, কিরণ রেড্ডিকে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ হিসাবে তুলে ধরে ভোটের ময়দানে নামতে পারে পদ্ম-শিবির।

প্রয়াত মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত কিরণ ২০০৯ সালে বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালে তাঁর হাতে অন্ধ্রের মুখ্যমন্ত্রিত্বের ভার তুলে দিয়েছিল কংগ্রেস শীর্ষনেতৃত্ব। ২০১০ থেকে টানা তিনবছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তখন ইউপিএ সরকার অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্ধ্র ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার বিষয়ে প্রতিবাদ জানিয়ে ২০১৪ সালের লোকসভা ও অন্ধ্র বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়েছিলেন কিরণ। গড়েছিলেন নতুন দল, জয় সামাইক অন্ধ্র পার্টি। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয় রেড্ডির দল। যদিও জিততে পারেননি। এর পরে ২০১৮ সালের জুলাই মাসে কংগ্রেসে ফিরলেও গত কয়েক বছর রাজনীতির আঙিনায় তেমন সক্রিয়তা দেখা যায়নি।
সূত্রের খবর , এক সময়ের দাপুটে এই নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে।  তেলেঙ্গানায় পায়ের নিচের মাটি শক্ত হলেও , অন্ধ্রে এখনও নড়বড়ে বিজেপি। রাজনৈতিক মহলের জল্পনা, কিরণ রেড্ডির হাত ধরে রাজ্যে পদ্ম ফোটানোর মহড়া শুরু করে দিল গেরুয়া শিবির।