• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গভীর নিম্নচাপে বিধস্ত ওড়িশা, সর্বশান্ত ১০ লাখের বেশি 

ভুবনেশ্বর, ২৩ আগস্ট–বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার উপকূলে। উত্তর ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভেসে গেছে গ্রামের পর গ্রাম। আড়াইশোর বেশি গ্রাম ক্ষতিগ্রস্থ। ফুলেফেঁপে উঠেছে নদী। উপকূলের নীচু এলাকাগুলিতে অন্তত ১৩৪টি গ্রামে সতর্কতা জারি হয়েছে। মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, সুবর্ণরেখা, বুধাবালাং, জালাকা, বৈতরনী ইত্যাদি

হাওয়া অফিস জানিয়েছে, সুবর্ণরেখা, বুধাবালাং, জালাকা, বৈতরনী ইত্যাদি নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে । নদীর দুকূল ছাপিয়ে বন্যার জল ঢুকছে গ্রামগুলিতে। বালাসোর, ময়ূরভঞ্জ, জয়পুর ও ভদ্রকের আড়াইশোর বেশি গ্রাম ক্ষতিগ্রস্থ। ১০ লাখের বেশি মানুষ বন্যার কারণে বিপদে পড়েছেন । অনেকেরই ঘরবাড়ি ভেঙেছে। বালাসোরে ১৩৪টি গ্রাম বন্যার কবলে। ৪০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বন্যার  জলে ৪ হাজার হেক্টর চাষের জমি ইতিমধ্যেই ভেসে গিয়েছে বলে খবর।  পরিস্থিতি সামাল দিতে হিরাকুঁদ বাঁধের বহু গেট খুলে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওড়িশায় বন্যা বিপর্যয় আরও বেড়ে যেতে পারে বঙ্গোপসাগরে আসন্ন নিম্নচাপের ফলে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের জেরে।

Advertisement

বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী. ইতিমধ্যেই ৪৪০টি শরণার্থী শিবির খোলা হয়েছে। বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।

Advertisement

Advertisement