• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিরোধীদের অভিযোগ, আসলে অসভ্যতা : ফিরহাদ

সম্পত্তি বৃদ্ধি নিয়ে বিরোধীদের নিশানায় তিনি নিজে। শনিবার এই ইস্যুতেই কার্যত বিরোধিরা ‘ অসভ্যতা’ করছে অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পুরসভায় সাংবাদিক দের মুখোমুখি হন মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই তিনি বলেন, ” কিছুদিন ধরে আমার বিরোধী বন্ধুরা অসভ্যতা করছে।

ফিরহাদ হাকিম (File Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি:

ম্পত্তি বৃদ্ধি নিয়ে বিরোধীদের নিশানায় তিনি নিজে। শনিবার এই ইস্যুতেই কার্যত বিরোধিরা ‘ অসভ্যতা’ করছে অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পুরসভায় সাংবাদিক দের মুখোমুখি হন মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই তিনি বলেন, ” কিছুদিন ধরে আমার বিরোধী বন্ধুরা অসভ্যতা করছে। সবার একটা সামাজিক সম্মান আছে। মনে রাখতে হবে কেউ টেবিলের এপারে কখনো ওপারে। তৃণমূলের সবাই খারাপ এমনটা নয়।” এমনকী পার্থর অনুব্রতর গ্রেফতারের পর নেতা- কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের কটা কটাক্ষের শিকার রাজ্যের শাসক দল। যা নিয়ে ফিরহাদের বক্তব্য, ” আমরা যখন মনে করি, যেখানে মনে করি সেখানে রাস্তায় নামি। বিরোধীরা ঠিক করতে পারে না আমরা কোথায় নামবো। কেন নামব । অন্যায় হলে প্রতিবাদ হবে। আমাদের ছাত্রযুবরা দুদিন ধরে রাস্তায় নামছে। আইনের প্রতি বিশ্বাস আছে।” দেশের পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা করার সময় একাধিক জায়গায় শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি সাংসদ-বিধায়ককে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে, এমনকী সংশোধনাগারে অনুমতি ছাড়া পতাকা তুলতে গেলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে ফিরহাদ বলেন, “তেরঙ্গা নিয়ে গেলে কেউ বাধা দেবে আমি বিশ্বাস করি না। আমি গর্বিত এই দেশের নাগরিক হিসেবে। জেলে আমিও ঢুকতে পারি না। অনুমতি না নিলে। আমি এখনই ফোর্ট উইলিয়ামে জাতীয় পতাকা নিয়ে। তুলতে পারবো। সংশোধনাগার একটি প্রটেকটেড এরিয়া। জাতীয়তাবাদ বিজেপির একার নয়।” বিরোধী দের আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, “আমরা হাইকোর্টে গিয়েছি। জুডিশিয়ারি যদি মনে হয় ন্যায় বিচার করছে না তাহলে তার কাছেই যাবো। মিছিল তো করা যাবে না। সিপিএম যে ভাবে লালা বাংলা ছেড়ে পালা বলেছিলো। জেলে থাকতে ভয় নেই। কিন্তু সামাজিক সম্নান রাস্তায় নামিয়ে দেন। সামাজিক সম্নান গেলে পরিবারের লোক সাফার করে।”

Advertisement

Advertisement

Advertisement