ভিড়ের চাপ, এই রাজ্যেও মাস্ক পরা বাধ্যতামূলক করল সরকার

Written by SNS December 26, 2022 12:06 pm

শিমলা, ২৬ ডিসেম্বর– করোনা বাড়ার খবর আসার পরেই হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জনগণকে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ মাস্ক পরলেও সকলে নিয়ম মানছিলেন না। তাই এবার সরকারি নির্দেশিকা জারি করে কড়া ব্য়বস্থা নেওয়া হচ্ছে রাজ্যে। এর আগে কর্নাটক, পাঞ্জাব সরকারও এই নির্দেশ দিয়েছে  । করোনা ঠেকাতে মাস্ক পরা বাধ্য়তামূলক ঘোষণা করল সে রাজ্যের সরকার। রাস্তাঘাটে, গণপরিবহনে মাস্ক ছাড়া কাউকে দেখলেই ধরবে পুলিশ। রাজ্যের মানুষজন হোক বা বাইরে থেকে আসা পর্যটক–হিমাচলে মাস্ক পরতে হবে সকলকেই।

বড়দিন আর বছর শেষে বহু মানুষের ভিড় হয় হিমাচল প্রদেশের ট্যুরিস্ট স্পটগুলিতে। শীতকালীন এই সময় ছুটি কাটাতে অনেকেই পাহাড়ে যেতে ভালবাসেন। আর হিমাচলের আকর্ষণ কম নয়। এ বছরও বড়দিনের আগে থেকেই পর্যটকদের ঢল নেমেছিল। একদিকে চিনের করোনায় আতঙ্ক বাড়ছে, অন্য়দিকে এত জনসমাগমে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে. সব মিলিয়ে তাই কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সরকার।