দিল্লি – লােকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মােদির জীবনী নিয়ে তৈরি ছবি ‘পিএম নরেন্দ্র মােদি’-র মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন। ভােট শেষ না হওয়া পর্যন্ত ছবিটি মুক্তি পাবে না বলে জানিয়ে দিল কমিশন। বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার কমিশনের নির্দেশে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ‘নির্বাচন কমিশনের তরফ থেকে জানান হয়েছে, নির্বাচন চলাকালীন যে কোনও বায়ােপিক বৈদ্যুতিন মাধ্যমে দেখালে তা নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। প্রচারমাধ্যমের ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে সাধারণ নির্বাচনকে প্ররােচিত করতে পারে’। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির বায়ােপিক ‘পিএম নরেন্দ্র মােদি’ ছবি মুক্তি আটকে দিয়ে নির্বাচন কমিশন জানাল, ‘পুরো ভােটপর্ব শেষ না হওয়া পর্যন্ত ছবিটি দেখানাে যাবে না। কারও জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বায়ােপিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণােদিত। এই ধরণের ছবি ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে। নির্বাচনের সময় রাজনৈতিক পটভূমির ভারসাম্য নষ্ট করতে পারে। নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি থাকা পর্যন্ত ছবিটি কোনও প্রেক্ষাগৃহে বা বৈদ্যুতিন মাধ্যমে দেখানাে যাবে না’। সেই সঙ্গে নমাে টিভির সম্প্রচারের ওপরও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কমিশন। নির্বাচন কমিশন একই সঙ্গে জানিয়েছে মােদির বায়ােপিক নিয়ে আপত্তির কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি বিচার করে দেখতে পারে।
লােকসভা ভােটের আগে ‘পিএম নরেন্দ্র মােদি’ মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আদালতে মামলা করেছিল কংগ্রেসের সদস্য আমন পানওয়ার। তাঁর আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান, এই ছবি মুক্তি পেলে ভােটারদের প্রভাবিত করতে পারে। তাছাড়া সেন্সর বাের্ডও ছবিটিকে ছাড়পত্র দেয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ‘এই অযৌক্তিক বিষয়ে আদালতের অনেক সময় নষ্ট হয়েছে। ছবি মুক্তি নিয়ে কিছু বলার থাকলে তার উপযুক্ত জায়গা নির্বাচন কমিশন’। ‘পিএম নরেন্দ্র মােদি’ ছবিটি নিয়ে বিরােধীরা প্রথম থেকেই আপত্তি তুলেছিলেন। ভােটের মুখে এই ছবি মুক্তি পেলে বিজেপি বাড়তি সুবিধা পেতে পারে। অভিযােগ ওঠে বিরােধী শিবির থেকে। একজন চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি হয়ে ওঠা এই পথ চলাকেই ছবিতে দেখানাে হয়েছে। মােদির ভূমিকায় অভিনয় করেছে বিজেপির তারকা প্রচারপ্রার্থী বিবেক ওবেরয়। ছবির বেশি ভাগটাই শুটিং হয়েছে গুজরাত, হিমাচলপ্রদেশ এবং দিল্লিতে।