ইডির নিশানায় এ বার এনসিপি প্রধান শরদ পওয়ারের নাতি রোহিত!

Written by SNS January 5, 2024 5:48 pm

মুম্বই, ৫ জানুয়ারি– এবার ইডির স্ক্যানারে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাতি রোহিত৷ তার ছ’টি ঠিকানায় তল্লাশি চালালো দেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ লোকসভা ভোটের আগে এ বার মহারাষ্ট্রে শরদ পওয়ারের নাতি তথা দলের বিধায়ক রোহিত রাজেন্দ্র পওয়ারকে বেছে নিল ইডি৷ শুক্রবার দুপুর থেকে রোহিতের মালিকানাধীন বারামতী অ্যাগ্রো লিমিটেডের পুণে, অওরঙ্গাবাদ, বারামতী এবং অমরাবতীর ছ’টি দফতরে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷
ইডির দাবি, মহারাষ্ট্রের কয়েকটি সমবায় সংস্থার আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার জেরেই এই তল্লাশি অভিযান৷ মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ২০১৯ সালের অগস্টে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিল৷ এর পর বম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের সমবায় পরিচালিত কয়েকটি চিনি কারখানা বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগের তদন্ত করার নির্দেশ দেয়৷ পরে তদন্তের ভার নেয় ইডি৷
যদিও ইডির এই সক্রিয়তাকে বিজেপির রাজনৈতির প্রতিহিংসা হিসেবেই দেখছে এনসিপি৷ গত বছর ভাইপো অজিত পওয়ারের বিদ্রোহ এবং বিজেপি শিবিরে যোগদানের পরে এনসিপি প্রধান শরদ পাশে পেয়েছেন তাঁর সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে এবং নাতি রোহিতকে৷ এনসিপির ওই যুবনেতা লোকসভা ভোটের আগে ধারাবাহিক ভাবে রাজ্য সফর করে এনসিপির শরদ গোষ্ঠীকে ক্রমশ সঙ্ঘবদ্ধ করছিলেন৷
প্রসঙ্গত, ৩৮ বছরের রোহিত শরদের দাদা আপ্পাসাহেব পাওয়ারের নাতি৷ অজিত হলেন শরদের ছোট ভাই অনন্তের ছেলে৷ ২০১৭ সালে এনসিপির টিকিটে মহারাষ্ট্র জেলা পরিষদ নির্বাচনে লডে় রোহিতের রাজনৈতিক যাত্রার শুরু৷ ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভার ভোটে আহমদনগর জেলার কারজত-জামখেড় বিধানসভা আসন থেকে নির্বাচিত হন তিনি৷