• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

৩০ মিনিটে পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্পে কম্পমান আফগানিস্তান

কাবুল, ৭ অক্টোবর– মাত্র ৩০ মিনিটে পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্প। এবং এর মধ্যে দুটির রিখটার স্কেলে মাত্রা ৬-এর বেশি। এমনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬.১, ৫.৬ ও ৬.২ । সংবাদমাধ্যমের খবর অনুসারে, ১২টা বেজে ১১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। পরের দুটি ভূমিকম্প হয় ১২টা ১৯ ও ১২টা ৪২

কাবুল, ৭ অক্টোবর– মাত্র ৩০ মিনিটে পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্প। এবং এর মধ্যে দুটির রিখটার স্কেলে মাত্রা ৬-এর বেশি। এমনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬.১, ৫.৬ ও ৬.২ ।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, ১২টা বেজে ১১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। পরের দুটি ভূমিকম্প হয় ১২টা ১৯ ও ১২টা ৪২ মিনিটে। হেরাত শহর থেকে ৪০ কিমি উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎসস্থল। এখনও পর্যন্ত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৭৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, ‘কাবুলিওয়ালার দেশ’ বার বার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সাম্প্রতিক অতীতে। এর মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে হওয়া ভয়াবহ ভূমিকম্পটিতে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ ও ৬.২। ৫ কিমি দূরত্বের মধ্যে এই কম্পনের জের পড়েছিল দিল্লিতে। কম্পন অনুভব করা গিয়েছিল উত্তরপ্রদেশের লখনউ, হাপুর ও আমরোহাতেও। পাশাপাশি উত্তরাখণ্ডও কেঁপে উঠেছিল ভূমিকম্পে।