• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাম্পত্য কলহে তিনতলা থেকে দু’বছরের ছেলেকে ছুঁড়ে ফেলে নিজেও ঝাঁপ বাবার 

দিল্লী, ১৭ ডিসেম্বর– দাম্পত্য কলহ যে কি মারাত্মক আকার ধারণ করতে পারে তারই উৎকৃষ্ট প্রমান দিল্লির কালকাজির ঘটনা। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির মাঝেই রাগের মাথায় দু’বছরের সন্তানকে বাড়ির ব্যালকনি থেকে নীচে ছুড়ে ফেলে দিল এক ব্যক্তি । তারপর নিজেই ঝাঁপ মারে তিনতলার ওপর থেকে। গুরুতর জখম অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে খবর, মান

দিল্লী, ১৭ ডিসেম্বর– দাম্পত্য কলহ যে কি মারাত্মক আকার ধারণ করতে পারে তারই উৎকৃষ্ট প্রমান দিল্লির কালকাজির ঘটনা। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির মাঝেই রাগের মাথায় দু’বছরের সন্তানকে বাড়ির ব্যালকনি থেকে নীচে ছুড়ে ফেলে দিল এক ব্যক্তি । তারপর নিজেই ঝাঁপ মারে তিনতলার ওপর থেকে। গুরুতর জখম অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে খবর, মান সিং, স্ত্রী পূজা ও তাদের দুই সন্তানকে নিয়ে ওই বস্তির একটি তিনতলা বাড়ির ওপরের তলায় থাকত।

Advertisement

তবে গত কয়েকমাস ধরে বিবাদের জেরে স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকা শুরু করেন পূজা। বর্তমানে তিনি তাঁর ঠাকুমার সঙ্গে সন্তানদের নিয়ে থাকেন। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে মান সিং দেখা করতে আসে স্ত্রী-সন্তানদের সঙ্গে। সেই সময় কোনও এক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়।

Advertisement

ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় একসময় মান সিং তাঁর দু’বছরের ছেলেকে তুলে ব্যালকনি থেকে নীচে ফেলে দেয়। তারপর নিজেও ঝাঁপ মারে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে তড়িঘড়ি দিল্লির এএমসে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাদের। পূজার ঠাকুমার অভিযোগ, মদ্যপ অবস্থায় এসেছিল মান।  

 

Advertisement