• facebook
  • twitter
Friday, 13 September, 2024

ঈশ্বরের প্রসাদ খাওয়ায় চরম শাস্তি পেলো দলিত যুবক 

মধ্যপ্রদেশ,১১ সেপ্টেম্বর — ২০২২ এ এসেও যে মানুষের মন থেকে জাতপাত ,ভেদাভেদ এখনো শেষ হয়নি তারই নিদর্শন মিললো মধ্যপ্রদেশে।জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সাগর জেলার একটি মন্দিরে ঠাকুরকে নিবেদন করা এক মুঠো বাদাম খেয়ে ফেলে একটি দলিত  ছেলে। সেটি দেখে বেজায় রেগে যান মন্দিরের পুরোহিত রাকেশ জৈন। রাগের চোটে ওই নাবালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল

মধ্যপ্রদেশ,১১ সেপ্টেম্বর — ২০২২ এ এসেও যে মানুষের মন থেকে জাতপাত ,ভেদাভেদ এখনো শেষ হয়নি তারই নিদর্শন মিললো মধ্যপ্রদেশে।জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সাগর জেলার একটি মন্দিরে ঠাকুরকে নিবেদন করা এক মুঠো বাদাম খেয়ে ফেলে একটি দলিত  ছেলে। সেটি দেখে বেজায় রেগে যান মন্দিরের পুরোহিত রাকেশ জৈন। রাগের চোটে ওই নাবালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল ওই পুরোহিতের বিরুদ্ধে।বার বার সেই ছেলেটি পুরোহিতের কাছে আর্জি করলেও পুরোহিত তাকে ছেরে দিতে রাজি হয়নি। সমস্ত ঘটনা ক্যামেরা বন্দি হয়েছে। পরে ছেলের মুখে জানতে পেরে ‘অভিযুক্ত’ পুরোহিতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের ওই নাবালকের পরিবার।